চর কলমী বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন। চর কলমী ইউনিয়নের আয়তন ৮,৪৪৩ একর। চর কলমী ইউনিয়ন চরফ্যাশন উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শশীভূষণ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৮নং নির্বাচনী এলাকা ভোলা-৪ এর অংশ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর কলমী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,৪১৯ জন। এর মধ্যে পুরুষ ৯,৫৮৮ জন এবং মহিলা ৯,৮৩১ জন। মোট পরিবার ৩,৯৫৪টি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর কলমী ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.৯%।